নারী দিবসের শুভেচ্ছা বার্তা | Womens Day Messages In Bengali – ৮ মার্চ দিন নারীদেরকে সম্মান জানাতে এই দিনটি, সমগ্র বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে (International Women’s Day) পালিত হয়।
নারী দিবস পালনের ইতিহাস – সর্বপ্রথম এটি আমেরিকায় পালিত হয় ১৯০৯ সালে ২৮ শে ফেব্রুয়ারি। পরে এই দিনটি আটই (৮) মার্চ এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একজন নারী কখনো সে – জননী, কখনো সে – ভগিনী আবার কখনো সে – প্রেয়সী।
নারী হলো বংশধারার চালিকা শক্তির – বীরাঙ্গনা। এই নারীর গর্ভেই নারী পুরুষ সকলেরই জন্ম।
এই নারী কখনো সে – মমতাময়ী, কখনো সে – প্রতিবাদিনী, কখনো সে – প্রেরনা দায়িনী, আবার কখনো সে প্রেমদায়িনী।
আবার এই নারীই সমাজের নির্যাতিতা, নিপিড়ীতা, শোষিত, বঞ্চিত,কলঙ্কিনী, অবলা।
Women’s Day Quotes In Bengali | নারীর সম্মান নিয়ে উক্তি
সমাজের চিন্তার কেন্দ্রবিন্দুতে নারীর অবস্থান এক কথায় বলে শেষ করা যাবে না।
প্রাচীন কাল থেকে বহু বিখ্যাত ব্যক্তির চিন্তায় ও চেতনার বড় অংশ জুড়ে রয়েছে নারীর অবস্থান।
তাই নারী দিবসে, নারীকে নিয়ে কিছু বিখ্যাত উক্তি, নারীকে নিয়ে বিখ্যাত বাণী নিয়ে আজকের বিষয়।
প্রত্যেকটি পরিবারের নারীই হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা সহযোগ ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই নারী দিবসে পৃথিবীর প্রত্যেক নারীকে অনেক অনেক শুভেচ্ছা।
আমাদের দেশে প্রচীলকাল থেকেই নারীকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়।
নারীর রূপ আর গুন নারীকে করে তোলে, এক সুন্দরী গুণবতী পরিপূর্ণ নারী।
নারীর গুণের ও রূপের প্রশংসা বর্ণনা আমরা সবাই করে থাকি।
নারী নিয়ে কিছু কথা – ভগবান সব মানুষকে একই ভাবে তৈরি করেছেন।
তবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য হলো, নারীদের মধ্যে রয়েছে অসীম সহ্যশক্তি।
এর জন্যই তারা নতুন প্রজন্মকে পৃথিবীতে আনতে পারে। নারীদের স্বভাব চরিত্র মাতৃসুলভ হয়। – নারী দিবসের শুভেচ্ছা
এদের মধ্যে দয়া, মায়া, মিষ্টতা সবকিছুই বিরাজমান থাকে।
এছাড়াও এদের মধ্যে আছে সহিষ্ণুতা, এইসব গুণের কারণেই কোন বাড়ি বা সংসার নারী ছাড়া সম্পূর্ণ হতে পারে না।

লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না। কিন্তু বাস্তবে সত্যি কথা হলো – নারী ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না। – আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা (Women’s Day Messages In Bengali)
মেয়েরা পারে না এমন কোন কাজ এ পৃথিবীতে নেই । শুভ নারী দিবস
তুমি সুন্দর, তুমি দারুণ, তুমি আলাদা আর তাইতো তুমি নারী।
তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল –
সবাইকে নিজের আলোয় আলোকিত করেছ তুমি।
তুমি অনন্যা, তোমার জন্য রইল আন্তর্জাতিক নারী দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন।
নারীরা সবসময়
পরিবার ও সমাজের অনুপ্রেরণার উৎস।
প্রত্যেক নারীকে দিবসের শুভেচ্ছা !
নিজের আত্মবিশ্বাসের ওপর, নির্ভর করে এগিয়ে চলো নারী!
বিশ্বের প্রত্যেকটি নারীকে, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি,
চির কল্যাণকর
তার অর্ধেক করেছে – নারী
আর অর্ধেক নর। – নারী দিবসের উক্তি
নারীদের সম্মান করতে শেখো,
কারণ তাদের ছাড়া
আমাদের জীবন অসম্ভব হয়ে পরবে। – শুভ নারী দিবস
তোমাদের সব স্বপ্ন সফল হোক,
ইচ্ছা গুলো হোক পূরণ।
তোমরা হয়ে উঠো পাহাড় প্রমান উঁচু।
— হ্যাপি ওমেনস ডে
বিখ্যাত মানুষদের নারী দিবসের কিছু উক্তি
মা, বোন, স্ত্রী অথবা কন্যা,
যে রূপেই হোক না কেন,
নারীর প্রেম …
পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র। – নারী দিবসের স্ট্যাটাস

বিশ্বের সব বড় মানুষেরাই
তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা
এবং উৎসাহের কথা বলেছেন।
নারীরা পুরুষের পাশাপাশি অংশ না নিলে,
পুরুষেরা কোনো সংগ্রামই সফল হতে পারে না।
পৃথিবীতে দুটি শক্তি আছে,
একটি তরবারি এবং অন্যটি কলম।
উভয়ের মধ্যে তৃতীয় শক্তি হচ্ছে – নারী শক্তি। – মালালা ইউসুফজাই
সবচেয়ে নির্বোধ নারীও
একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে।
কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন এক বুদ্ধিমতী নারী।
Womens Day Wishes In Bengali | নারী নিয়ে উক্তি
নারীর হৃদয় এমন একটা জায়গা,
যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে।
মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা।
এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়,
আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।
প্রতিটা মেয়ে হয়তো …
তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না।
কিন্তু প্রতিটা মেয়েই –
তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। – হুমায়ূন আহমেদ
নারী দিবসের শুভেচ্ছা বার্তা | Women’s Day Messages In Bengali – এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। Disha365.com এর সাথে থাকুন।
Pingback: Best Niti vakya in Hindi | अच्छे-अच्छे नीति वाक्य हिंदी में
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.
Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.